
ম্যাথ ক্লাব
Founding period: 2017-05-11
Slogan: গণিত শেখো, স্বপ্ন দেখো
A brief history of the club: গণিতের উন্নতির সাথে সাথে সভ্যতার উন্নতি হয়েছে। আমাদের চার পাশের যা কিছু নান্দনিক- এর অন্তরালে লুকিয়ে রয়েছে গাণিতিক যুক্তির সঠিক প্রয়োগ। অথচ শৈশবে আমাদের সামনে গণিতকে উপস্থাপন করা হয় ভীতিকর বিষয় হিসেবে। এর প্রভাব থেকে যায় সারা জীবন। ফলে গণিত আমাদের প্রাত্যহিক জীবনে কী কাজে লাগে তা অজানাই থেকে যায়। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি পর্যায়ে এর ব্যবহার ও গণিতকে আনন্দের বিষয় হিসেবে কিভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করা যায় সেই চিন্তা থেকে অধ্যক্ষ মহোদয় গণিত ক্লাবের প্রস্তাব করেন, এবং ১৯.০৭.২০১৭ তারিখ গণিত ক্লাবের শুরু হয়।
Mission Vision:
১)গণিতের প্রতি আগ্রহী করে তোলা। ২) দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার সম্পর্কে বাস্তব জ্ঞান আরোহন করা। ৩) বিভিন্ন প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। ৪) গণিত ভীতি দূর করা। ৫) সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষ করে গড়ে তোলা।
Achievement:
Facebook Page: https://www.facebook.com/103977872205027/posts/103978135538334/?substory_index=0