Notre Dame College

                                                                                Nihar Ranjan Chakrabarty

 

নটর ডেম আইসিটি ক্লাব

Founding period: 2020-12-10

Slogan: আইসিটিতে দক্ষ হও ,নিজেকে বদলে নাও
A brief history of the club: ২০১৮ সালের ৩১ জানুয়ারি নটর ডেম কলেজ ময়মনসিংহের আইসিটি বিভাগে শহরের অন্যান্য কলেজের শিক্ষার্থীদের নিয়ে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় । কলেজের শিক্ষার্থীদের ঈর্ষনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়ে আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দ তথ্য প্রযুক্তি অনুরাগী তৎকালীন অধ্যক্ষ ফাদার ড.জর্জ কমল রোজারিও সিএসসি,মহোদয়ের নিকট আইসিটি ক্লাব গঠনের প্রস্তাব করেন । অধ্যক্ষ ফাদার ২০১৮ সালের ১ ফেব্রæয়ারি তারিখে অনুষ্ঠিত নটরডেম বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে নটর ডেম আইসিটি ক্লাব গঠনের ঘোষণা দেন । তৎকালীন ক্লাব কো- অর্ডিনেটর ফাদার প্লাসিড পি.রোজারিও সিএসসি আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দের ক্লাব মডারেটরের দায়িত্ব প্রদান করেন এবং ১৪ই ফেব্রæয়ারি ২০১৮খ্রিস্টাব্দ হতে আইসিটি ক্লাবের সদস্য সংগ্রহ শুরু হয় ।

Scroll to Top