
নটর ডেম মানবিক সংঘ
Dulu Dalbot
Founding period: 2018-03-12
Slogan: শিক্ষা, একতা ও মানবিকতার মাধ্যমে নিজে আলোকিত হবো এবং অপরকে আলোকিত করব।
A brief history of the club: বর্তমানে মানুষের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও সেবার মনোভাব ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ছাত্রদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে । বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দরিদ্র মানুষেরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশে বর্তমান অবস্থার প্রেক্ষিতে নটর ডেম কলেজ একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্ররা যেন নৈতিক মূল্যবোধ সম্পন্ন, সেবার মনোভাব এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল জাগ্রত হয়। এর লক্ষ্যে অধ্যক্ষ ফা.থাদেউস হেম্ব্রম , সিএসসি এর উদ্যোগে ২২ শে জুলাই,২০১৫ খ্রিস্টাব্দে নটর ডেম কলেজ, ঢাকার আদলে নটর ডেম মানবিক ক্লাব গঠন করেন ।