Moderator
প্রভাষক, গণিত বিভাগ
Moderator
প্রভাষক, আইসিটি
বর্তমান নাম: নটর ডেম ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাব
প্রতিষ্ঠাকাল : ১৭ মে, ২০১৭ খ্রী:
স্লোগান: মিডিয়াতে বিশ্ব দেখি।
সংক্ষিপ্ত ইতিহাস: অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। গড়তে চাই অন্যরকম মানুষ, যাদের থাকবে প্রথমত চিন্তা করার অভ্যাস। অতি প্রাচীন কালে মানুষ যখন অন্ন-বস্ত্রের মতো মৌলিক চাহিদা মেটাতে পারতো না তখনও কিন্তু চাঁদ সূর্যের আবর্তনে একদল মানুষ চিন্তার পরিবর্তন ঘটায়। তৈরি করে সহশিক্ষা কার্যক্রম। সেই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেই আমাদের দেশটাকে অন্যরকম করতে চাইলে কি করতে হবে? কত দূর যেতে হবে? সেই মুক্ত চিন্তার মধ্যে একটি অংশ হলো চিত্র ধারণ ও সংরক্ষণ। উক্ত পরিকল্পনার প্রেক্ষিতে অনেকের উচ্চাকাক্সক্ষা থাকে ফটোগ্রাফি ও মিডিয়ার উপর। যেমন একটি ফটোগ্রাফ হলো হাজার প্রমাণের চেয়েও শক্তিশালী দলিল ও আবর্তনের সীমা নির্দেশক।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. কলেজের ছাত্রদের ভর্তির দিন থেকে শুরু করে শেষ দিন অবধি শিক্ষাবর্ষ অনুযায়ী সকল কার্যক্রমের ডকুমেন্টারি ও ভিডিও আকারে ধারণ করে রাখা, যেন পরবর্তীতে নিজের স্মৃতিকে সারাজীবন মনে রাখতে পারে।
২. বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যেমন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসে আন্তর্জাতিক মান সম্পন্ন ছবি সংগ্রহ করতে প্রত্যেক শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা। দেশ ও জাতির প্রতি আনুগত্য তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা।
৩. সামাজিক সচেতনতা মূলক প্রামাণ্য চিত্র তৈরি করা।
৪. বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে কাজ করার সুযোগ ও সংযোগ তৈরি করা এবং ছাত্রদের তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া। এমনকি ফটোগ্রাফি ও মিডিয়াতে কিভাবে কাজ করলে নিজের দক্ষতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৫. উক্ত ক্লাবের একটি ডবন-ংরঃব খোলা থাকবে যেখানে পর্যায়ক্রমে প্রত্যেক বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও খবংংড়হ থাকবে। যেন যেকোন ছাত্র তার আইডি নং ব্যবহার করে সেটি পর্যবেক্ষণ করতে পারে।
৬. বিভিন্ন প্রোগ্রামে কলেজের যেকোন সাংস্কৃতিক প্রতিযোগিতার ভিডিও সংরক্ষণ করা এবং প্রামাণ্যচিত্র হিসেবে তৈরি করে সেগুলো উপস্থাপন করা।
৭. সর্বোপরি ছাত্রদের জন্য একটি নিজস্ব প্রামাণ্য চিত্র তৈরি করা যা প্রত্যেক কলেজ ছাত্রের স্মৃতি হিসেবে তুলে দেওয়া এবং নতুনদের পূর্বের বছরের সফলতার অংশ উপস্থাপন করে কলেজের মান ও পরিকল্পনার বিস্তর উপস্থাপনা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
বার্ষিক নির্দিষ্ট কার্যক্রম:
১. ফটোগ্রাফি ও মিডিয়ার উপর প্রশিক্ষণ কর্মশালা
২. হাতে কলমে ছবি উঠানো ও প্রমাণ্য চিত্র তৈরীর দক্ষতা অর্জন।
৩. বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো ।
৪. ক্লাব দিবসে ফটোজোন,টি-শাট,ক্লাব মিডিয়া জোন তৈরী করা ।
৫. কলেজ বার্ষিক ডকুমেন্টারি তৈরী করা ।
৬. সাংগঠনিক দক্ষতা অর্জনে সহায়ক ভ’মিকা পালন করা ।
ক্লাবের অর্জন সমূহ:
১. ১৭.০৫.২০১৭ খ্রী. ক্লাবের উদ্ভোধন করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফা: থাদেউস হেমব্রম (সিএসসি) এবং উপস্থিত ছিলেন ফা: জাস্টিন সুধীর দাস (সিএসসি), মি. থিউফিল হাজং, প্রশাসনিক সচিব নটর ডেম কলেজ ময়মনসিংহ। উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর নন্দন সরকার সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং প্রাক্তন ছাত্র বৃন্দ।
২. ১৬.০৭.২০১৭ খ্রী. ক্লাবের ফটোগ্রাফি কোর্স চালু করা এবং ছাত্রদের ফটোগ্রাফি ও মিডিয়ার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব মজিবুর রহমান শেখ অনিন্দ্য মিন্টু। সার্বিক সহযোগিতায় ছিল ক্লাবের সদস্য তৌকির, সাকিব, অনিক, নাঈম, মুসনাদ আযান এবং তানভীর উৎস।
৩. ১৬ সেপ্টেম্বর ২০১৭ খ্রী. ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাব ১০৪ জন ক্লাব সদস্য নিয়ে ঘুরে আসে ফ্যান্টাসি কিংডম। যাদের সাথে ছিলেন ফা: প্লাসিড প্রশান্ত রোজারিও (সিএসসি), ছাত্র উপদেষ্টা ও পরিচালক এবং ফা: প্রনয় গোমেজ (সিএসসি), সহকারী ছাত্র উপদেষ্টা ও পরিচালক নটরডেম কলেজ ময়মনসিংহ। সার্বিক আয়োজনে ছিলেন ক্লাব মডারেটরদ্বয় নন্দন সরকার এবং নুরুল হুদা মন্টি।
৪. গত ২০-২৫ ডিসেম্বর ২০১৭ খ্রী: ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাব ৮২ জন সদস্য নিয়ে আয়োজন করে ৬ দিনের শিক্ষাসফর সেখানে পরিদর্শিত হয় কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান।
৫. ক্লাব দিবস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে স্টল সাজানো অবস্থায় সুসজ্জিত ছিল ক্লাবের বিভিন্ন উপকরণ যেমন ফটোজোন, টি-শার্ট, ক্লাব মিডিয়া জোন ইত্যাদি। ক্লাবের স্টল উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ফা. জর্জ কমল রোজারিও (সিএসসি) এবং সাথে ছিলেন ক্লাবের সদস্য বৃন্দ।
৬. ক্লাবের পক্ষ থেকে তৈরী করা হয় কলেজ ডকুমেন্টারী আর এ ডকুমেন্টারি তৈরিতে নিরলস ভাবে
শ্রম দিয়েছিলেন ক্লাব মডারেটর গণ এবং প্রাক্তন ছাত্র বৃন্দ।
৭. ৭.২.২০১৯-১০.২.২০২১খ্রী.ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাব ১০২ জন সদস্য নিয়ে আয়োজন করে ৪ দিনের
শিক্ষাসফর সেখানে পরিদর্শিত হয় কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান।
ক্লাবের ফেইসবুক পেইজ: নিচে লিংকটি লিখুন (না থাকলে অবশ্যই আইসিটি ক্লাবের সহায়তা নিন)
পেইজের লিংক: facebook.com/ndpmc/