উদ্দেশ্যসমূহ (Objectives)
নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর দর্শনের আলোতে কলেজের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
১. কলেজ ফলপ্রসূ প্রযুক্তিগত শিক্ষা পদ্ধতির মাধমে ছাত্রদের মেধা, শারিরীক, নৈতিক ও মনস্তাত্তি¦ক উৎকর্ষ সাধনে সহায়তা করে।
২. শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষা লাভের জন্যে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়।
৩. প্রশাসনিক অফিসার, শিক্ষকমন্ডলী, স্টাফ এবং অভিভাবকদের পারস্পরিক সহায়তায় শিক্ষার্থীগণ তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করে পরীক্ষায় ভাল ফল অর্জন করে।
৪. পারস্পারিক সদাচরণ, শ্রদ্ধাবোধ এবং সামাজিক ন্যায্যতার মাধমে শৃংখলা মেনে পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং খেলাধুলায় অংশগ্রহণ করে শিক্ষার একটি নিরাপদ পবিবেশ সৃষ্টি করতে ছাত্রদের উদ্বুদ্ধ করে।
৫. শিক্ষার্থীদের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে দরিদ্র এবং বঞ্চিতদের ভালবাসতে, এবং সামাজিকভাবে দায়িত্বশীল মানুষরূপে গড়ে তুলে।
৬. পেশাগত পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক এবং পারস্পরিক সমস্যা সমাধানে উৎসাহিত করে।
৭. বর্তমান জগতের দ্রুতগতি সম্পন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জসমূহের মধ্যেই ছাত্রদের চিন্তাশীল মানুষ, গবেষক, উদ্ভাবক এবং উদ্যোগতারূপে গড়ে তুলতে সহায়তা করে।