Moderator
প্রভাষক, বাংলা বিভাগ
Moderator
প্রভাষক, ইংরেজী বিভাগ
নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব
প্রতিষ্ঠাকাল: ১৪ এপ্রিল, ২০১৭ খ্রিষ্টবর্ষ
স্লোগান: 'আমি আকাশ, নীল সমুদ্দুর বৃক্ষ আমি শাশ্বত সুর'
ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস: নিসর্গের সঙ্গে মানুষের সম্পর্ক বহু পুরোনো। সাহিত্যের সঙ্গে নিসর্গ এক মায়াবী বন্ধনে আবদ্ধ। নিসর্গ, সাহিত্য আর মানুষ এই ত্রিমুখী মায়াজাল বড় আশ্চর্যের! পৃথিবীজুড়ে ভালোবাসা ও মানবতাবোধের তীব্র সংকট। তরুণ প্রজন্ম অন্ধকার গহবরে তলিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতাবোধের অসীম শূন্যতা থেকে মুক্ত হয়ে মানবিক বিশ্ব নির্মাণ করবে নবীন প্রজন্ম এই প্রত্যাশাকে ধারণ করে 'নিসর্গ ও সাহিত্য ক্লাব' এর যাত্রা শুরু হয় ২০১৭ খ্রিষ্টবর্ষের ১৪ এপ্রিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি কলেজের বিভিন্ন কার্যক্রমের সফলতার পথে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. একাডেমিক পড়াশুনার পাশাপাশি সাহিত্যের বহুবিধ রসাস্বাদনে শিক্ষার্থীদের হৃদয়কে জাগ্রত করা।
২. শিক্ষার্থীদের অন্তর্গত প্রতিভা প্রকাশে সহায়তা করা।
৩. জ্ঞানের আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীরা আগামী জাতিকে আলোকিত করার গুণাবলি অর্জন করবে।
৪. কলেজের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থী নেতৃত্বের গুণাবলি অর্জন করবে।
৫. কলেজের অর্জন ও সুনাম তরান্বিত হবে।
বার্ষিক নির্দিষ্ট কার্যক্রম:
১. বার্ষিক শিক্ষাসফর ( জানুয়ারি- ফেব্রুয়ারি)
২. মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেয়ালিকা প্রকাশ। (ফেব্রুয়ারি)
৩. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার। (মার্চ)
৪. বৈশাখ উপলক্ষে বিশেষ চড়ুইভাতি ( এপ্রিল)
৫. বিশেষ সাহিত্যসভা আয়োজন ( আন্তঃকলেজ), ( জুন-জুলাই)
৬. ক্লাবের নিজস্ব সাহিত্যপত্রিকা প্রকাশ, (ডিসেম্বর)
অর্জন সমূহ:
১. মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন।
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/ndcm.edu.bd