Moderator
Lecturer, Bangla
Moderator
Lecturer, Bangla
নটর ডেম নাট্যক্লাব
ক্লাবের প্রতিষ্ঠাকাল: ৫ আগস্ট, ২০১৭
স্লোগান: আত্মশক্তিই আত্মমুক্তির পথ
সংক্ষিপ্ত ইতিহাস:
দেশপ্রেম,মানবপ্রেম ও মানবিক মানস গঠনে উজ্জীবিত হবার অভিপ্রায়ে ৫ আগস্ট, ২০১৭ খ্রিস্টাব্দে নাট্যক্লাবটি প্রতিষ্ঠিত হয়।বিদ্যায়তনিক শৃঙ্খলার পাশাপাশি বাস্তব পরিস্থিতি মোকাবিলায় আত্মপ্রত্যয়ী হবার ক্ষেত্রে এ ক্লাবটি ক্রীড়ানক ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের নিজস্ব রুচি -বুদ্ধি, জ্ঞান -প্রজ্ঞা সঞ্চারে উপর্যুক্ত ক্লাবটি প্রভাবক ভুমিকা পালন করে আসছে। ভাষিক দক্ষতা ও সক্ষমতা নিরূপণেও সহায়ক হিসেবে কাজ করছে। সাংগঠনিক দক্ষতা অর্জনেও এ ক্লাবটি সহশিক্ষা কার্যক্রমে মুখ্য হিসেবে পরিগণিত
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. আলোকিত মানুষ হতে সহায়তা করা;
২. আত্মমর্যাদা,আত্মশক্তিতে বলীয়ান করে জাতীয়তাবাদে উজ্জীবিত করা;
৩. ভাষিক দক্ষতা ও সক্ষমতা নিরূপণ করা;
৪. বিদ্যায়তনিক শৃঙ্খলার পাশাপাশি বাস্তব পরিস্থিতি মোকাবিলায় আত্মপ্রত্যয়ী করে তোলা;
৫. সাংগঠনিক দক্ষতা অর্জনে সহায়ক ভ‚মিকা পালন করা।
কার্যক্রম:
১. আঙ্গিক ও বাচিক প্রশিক্ষণ কর্মশালা
২. উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ
৩. মুক্তসংলাপ লিখন
৪. নাট্যাঙ্গিক সর্ম্পকে ধারণা প্রদান
৫. শারীরিক কসরৎ/মূকাভিনয় মেডিটেশন
৭. দ্রুতপঠন
৮. বইপড়া প্রতিযোগিতা
৬. ভ্রমণ
অর্জন সমূহ:
১. নবম জাতীয় নাট্যেৎসব- ২০১৮, প্রথম পুরস্কার
২. জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮, দ্বিতীয় পুরস্কার
৩. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০, একক অভিনয়, দ্বিতীয় পুরস্কার
৪. নটর ডেম কলেজ ঢাকা প্রশিক্ষণ কর্মশালা ২০২০, অংশগ্রহণ এবং সার্টিফিকেট অর্জন।
৫. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০২১, ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন।
৬. ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন
৭. মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ সংখ্যা -২০১৯
৮. মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ সংখ্যা -২০২১
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/110195828240202/posts/110201438239641/?substory-index=0