মূলমন্ত্র (Motto)
নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর মূলমন্ত্র হচ্ছে, জ্ঞান অন্বেষণ করো মানব সেবার তরে। এই মূলমন্ত্রের প্রতিপাদ্য হলো শুধু গ্রন্থগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে প্রকৃত জ্ঞান অন্বেষী হয়ে মানব সেবায় ব্রতী হওয়া। ইংরেজি Knowledge শব্দের বাংলা হলো জ্ঞান। কলেজের নাম Notre Dame, ফরাসি ভাষা থেকে উদ্ভূত; যার ইংরেজি হলো Our Lady এবং বাংলায় মাতা মেরী। যীশু খ্রিস্টের জননী জ্ঞানের মাতা মেরী যেমন তাঁর পুত্রকে জ্ঞানে, বয়সে ও মানুষের ভালোবাসায় গড়ে তুলেছেন এবং মানব সেবায় ব্রতী হয়ে জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছেন, তেমনি মাতৃরূপ এই শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক Notredamian -কে অত্র কলেজের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে শিক্ষা লাভের মাধ্যমে প্রকৃত জ্ঞান অন্বেষণ করে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মানব সেবায় ব্রতী ব্যক্তিরূপে গড়ে তুলতে নিবেদিত।