Mission

প্রেরণ-কর্ম (Mission)


নটর ডেম কলেজ ময়মনসিংহ যথোপযুক্ত শিক্ষার পরিবেশে তত্ত্ব ও ব্যবহারিক ক্লাস এবং সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে গ্রাম ও শহরের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীদের জন্যে মানসম্পন্ন ও গুণগত শিক্ষা দান করে থাকে। এই কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গুণগত জীবন-ব্যাপী শিক্ষা দান করে যা তাদের জীবনকে সফলতার পথে পরিচালিত করে।