Debate Club

নটর ডেম বিতর্ক ক্লাব

“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্কের মতো সৃজনশীল কর্মকান্ড ছাত্রদের মননশীলতার বিকাশ ঘটায়।পড়াশুনার অর্জিত জ্ঞানের উৎকর্ষ সাধনে অদম্য স্পৃহা আর দৃঢ় প্রত্যয় নিয়ে ‘যুক্তিতেই মুক্তি’ এই স্লোগান ধারন করে ২০১৪ সালে ময়মনসিংহ নটর ডেম কলেজ ডিবেটিং ক্লাব যাত্রা শুরু করে।


লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১.    ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীর জ্ঞানের চর্চাকে অভিজ্ঞতা ও উপস্থাপনার আলোকে বাস্তবে পরিণত করা।
২.    যৌক্তিক ও মুক্তিবুদ্ধির চর্চায় শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তোলা যা তাকে করবে সচেতন, অখন্ড মনোযোগী, তীক্ষ্ন বিচার বুদ্ধি সম্পন্ন।
৩.    বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মননের বিস্তার ঘটবে, তার মধ্যে জাগ্রত হবে নান্দনিক বোধ এবং দেশ পাবে শিল্প সুন্দর দীপান্বিত এক প্রজন্ম।


কার্যক্রমঃ
১.    প্রথমে ক্লাবের নতুন উৎসাহী সদস্য সংগ্রহ করা হয় ও তাদের নিয়ে সপ্তাহের বুধবারে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক অধিবেশন।
২.    সম্প্রতি ২০১৬ সালে নটর ডেম বিতর্ক দল তাদের তৃতীয় দেয়ালিকা ‘সঞ্জীবন’ প্রকাশ করে।
৩.    জাতীয় বিতর্ক উৎসব ২০১৬ এ বিভিন্ন প্রতিযোগিতা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে এবং কলেজ পর্যায়ে ৬ষ্ঠ স্থান অধিকার করে।
৪.    এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মেলার, আইডি (ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট), দুদক (দুর্নীতি দমন কমিশন), টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) এর আয়োজনে সনাতনি ও সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাফল্যের সাক্ষর রাখে।
৫.    এছাড়া আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় নটর ডেম বিতর্ক দলের সক্রিয় অংশগ্রহন রয়েছে।
৬.    এছাড়া বিভিন্ন্ এনজিও এর পরিচালনায় শিক্ষণীয় ও সচেতনতামূলক সেমিনার এর আয়োজন করে নটর ডেম বিতর্ক দল।
পরিশেষে বিতর্ক দলের সকল সদস্যকে মুক্তিবুদ্ধি যুক্তি নির্ভর করে তোলা ও দেশপ্রেম জাগ্রত করে দেশের প্রতি পালনে সচেতন করে তুলতে এর পথচলাকে প্রসারিত করবে।

ভর্তি প্রক্রিয়াঃ
নটর ডেম কলেজ ময়মনসিংহ এর আগ্রহী ছাত্ররা নির্ধারিত  ফরম পূরণ করে নির্দিষ্ট ভর্তি ফি ও দু’কপি পাসপোর্ট আকারের ছবি জমা দিয়ে সদস্যপদ লাভ করতে পারে।

Notice

Visitors

  • Total Visitors : 46979
  • Todays Visitors : 58
  • Now Online : 2