History of NDCM

  • Home
  • History of NDCM

নটর ডেম কলেজের ইতিকথা (History of Notre Dame College Mymensingh)


২০০৮ খ্রিস্টাব্দ ময়মনসিংহ ধর্মপ্রদেশে কাথলিক ধর্ম বিশ্বাসের শত বর্ষ পূর্তি উৎসবে ময়মনসিংহ ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ পল পনেন কুবি, সিএসসি পবিত্র ক্রুশ যাজক সংঘের কাছে নতুন একটি নটর ডেম কলেজ প্রতিষ্ঠার অনুরোধ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঢাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের আদলে আরেকটি ‘নটর ডেম কলেজ’ যেন প্রতিষ্ঠা করা হয়, যাতে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের মাঝে উচ্চশিক্ষা আরও সহজলভ্য করা যায়।

২০০৯ খ্রি: পবিত্র ক্রুশ যাজক সংঘের সাধারণ সভায় ময়মনসিংহে নটর ডেম কলেজ প্রতিষ্ঠার সিন্ধান্ত গ্রহণ করা হয়। কলেজ প্রতিষ্ঠার সম্ভাবনা ও বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন এবং ফাদার বকুল এস রোজারিও, সিএসসি-কে আহ্বায়ক-এর দ্বায়িত্ব দেয়া হয়। কমিটি বিশপ মহোদয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে বাড়েরা বাইপাস মোড় এলাকায় চার একর জমি ক্রয় করেন। নতুন কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে জমি ক্রয়ের পর পরই এর দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হয়। নির্ধারিত স্থানটি ছিল ধানী জমি ও কোথাও জলাশয়। মাটি ভরাট ও দেওয়াল নির্মাণের মধ্য দিয়ে শুরু হয় এর উন্নয়ন কাজ।

নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্তাপন করেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ যোসেফ মারিনো। এই ঐতিহাসিকক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি, সিএসসি, পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রদেশপাল ফা: জেমস ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি, ময়মনসিংহের মাননীয় জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, মেয়র জনাব ইকরামুল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার এবং আরো গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০১৪ খ্রিস্টাব্দের ৮ মে ফা: বকুল এস রোজারিও, সিএসসি আনুষ্ঠানিকভাবে নবপ্রতিষ্ঠিত কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। কলেজের সহশিক্ষা কার্যক্রমের দায়িত্ব পালন করেন ফাদার থাদেউস হেম্ব্রম, সিএসসি এবং কলেজের ছাত্র পরিচালক ও উপদেষ্টা দাযিত্ব পালন করেন ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও, সিএসসি। দাযিত্ব গ্রহণের পর ফাদারগণ প্রথমে অফিস সহকর্মী এবং পরে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে শুরু হয় এর শিক্ষার আয়েজন। ১ জুলাই ২০১৪ খ্রিস্টবর্ষে ৬৫৮ জন শিক্ষার্থী এবং ১৮ জন শিক্ষকের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নটর ডেম কলেজ ময়মনসিংহ নতুন ইতিহাস শুরু করে। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও অর্থপূর্ণ এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মুসÍাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল পল পনেন কুবি, সিএসসি, পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রদেশপাল ফাদার জেমস ক্রুশ, সিএসসি, পবিত্র ক্রুশ সংঘের ও ধর্মপ্রদেশের অন্যান্য ফাদারগণ, গণ্যমাণ্য অতিথিগণ, কলেজের শিক্ষকগণ, কলেজের নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। হৃদয় ও মনন গঠনে পূর্ণাঙ্গ শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল, দায়িত্বশীল, স¦াবলম্বী, সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও বিকশিত মানুষ হিসেবে গড়ে তোলাই এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য।