Slogan: Think Globally, Act Locally
A brief history of the club: কলেজ প্রতিষ্ঠার বছরের শুরুতেই, ২০১৪ সালের জুলাই মাসে নটর ডেম ডিবেটিং ক্লাব ময়মনসিংহ তার কার্যক্রম শুরু করে এবং তার পর থেকে তার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এবং সেটা দেশথবিদেশে সর্বত্র সুনামের সাথে। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব শিক্ষার্থীদের মাঝে যুক্তির সৃজনশীলতার চর্চা বাড়াতে প্রতি সপ্তাহে ক্লাব দিবসে ক্লাবের সদস্যরা এবং মডারেটরগন বিতর্ক চর্চায় অংশ নিয়ে থাকেন। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব তার সৃজনশীল কার্যক্রম থামিয়ে রাখেনি তবে করোনা মহামারি সময়ে কিছুটা থমকে গেলেও অন-লাইনে এ ক্লাবের কার্যক্রম চালায়।
Mission Vision:
১. শিক্ষার্থীদের জ্ঞানের চর্চাকে অভিজ্ঞতা ও উপস্থাপনের মাধ্যমে বাস্তবে পরিনত করা।
২. বিতর্ক চর্চার মাধ্যমে ছাত্রদের মেধা ও মননের বিকাশ ঘটানো
৩. সৃজনশীল বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপনা হাতে কলমে শেখানো
৪. দেশ, বিদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মাসাজিক বিষয়গুলোকে নিয়ে নিয়মিত বিতর্ক চর্চা করা।
Achievement:
১ ২০১৬ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া
২ ২০১৭ ঘউঋ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করা।
৩ ২০১৭ সালে নটর ডেম কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে সেমিফাইনালে যাওয়া
৪ ২০১৮ সালে হলিক্রস কলেজ কর্তি আয়োজিত প্রতিযোগিয়াত সাফযের সাথে অংশ নেয়া।
Activities:
১ বার্ষিক বিতর্ক কর্মশালা
২ জাতীয় বিতর্ক প্রতযোগিতাগুলোতে অংশগ্রহন করা।
৩ শিক্ষাসফর
৪ আনন্দভ্রম
৫ বার্ষিক দেয়ালিকা প্রকাশ
Facebook Page: facebook.com/debating-club