নটর ডেম বিজনেস ক্লাব

  • Home
  • নটর ডেম বিজনেস ক্লাব

নটর ডেম বিজনেস ক্লাব

Founding period: 2015-07-01

Slogan: ব্যবসায়ই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি।

A brief history of the club: ছাত্রদের ব্যবসায় বানিজ্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষে ১ জুলাই ২০১৫ খ্রিষ্টাব্দে ততকালিন ক্লাব কো-অর্ডিনেটর ফাঃ থাদেউস হেম্ব্রম সিএসসি এর নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দুইজন মডারেটর মোঃ মিজানুর রহমান এবং ইলিয়াস আহমেদ ক্লাবটি পরিচালনা করে আসছেন।

Mission Vision:
দশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় বানিজ্য পরিচালনা করে জীবনযাপনের মান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। -ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ। -তত্ত্বগত ধারণার পাশাপাশি ব্যবসায় বানিজ্য সম্পর্কে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করা। -শিল্পকারখানা ভ্রমনের মাধ্যমে পণ্য উৎপাদন , বণ্টন ও বাজারজাতকরণ সম্পর্কে জ্ঞান অর্জন করা। - সফল ব্যবসায়ীর জীবন ইতিহাস সম্পর্কে ধারণা লাভ। -মূলধন ও পূঁজিবাজার সমন্ধে বাস্তব জ্ঞান দান। -ক্লাব পরিচালনার দায়িত্ব প্রদানের মাধ্যমে ছাত্রদের নেতৃত্বের গুণাবলি বিকাশে সহয়তা করা - বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহন করা। - সেমিনার আয়োজনের মাধ্যমে শিল্প বানিজ্য বিষয়ে ছাত্রদের জ্ঞান দান।

Achievement:
কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ষ্টলে পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন

Activities:
শিক্ষা সফর, কারখানা পরিদর্শন, কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন এবং দেয়ালিকা প্রকাশ

Facebook Page: https://www.facebook.com/NotreDameBusinessClub/