Volunteers Club
নাহিদ হাসান দীননাথ মানখিন
Slogan: কাজ করবো একসাথে, জয় করবো মানবতাকে
প্রতিটা মানুষই কিছু না কিছু প্রতিভা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু উপযুক্ত সুযোগ এবং পরিবেশের অভাবে অনেকে তাদের এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারে না। প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকার জন্য নিজেকে বিকশিত করার বিকল্প নেই। নটর ডেম কলেজ ময়মনসিংহ এমন একটি দল তৈরি করেছে যা প্রতিভাবান শিক্ষার্থীদের আত্ম-প্রকাশের জন্য অসামান্য সুযোগ সৃষ্টি করে দেয়। এই দলটির নাম ভলান্টিয়ার্স এলাইয়েন্স। এই দলটি সম্পূর্ণ ভিন্নধর্মী ও নতুন। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ডিসেম্বর ২০১৪ সাল থেকে।
এই দলটি নটর ডেম কলেজ ময়মনসিংহ এর শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে গঠিত যারা সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে থাকে। ক্লাসে শিক্ষাদানের বাইরে নটর ডেম কলেজ ময়মনসিংহ ভলান্টিয়ার্স এলাইয়েন্স যেসব বিষয়ে গুরুত্ব দেয় কায়িক শ্রম, কনফারেন্স, সিমিনার, খেলাধুলা, জীবন সহভাগিতা, শিক্ষা সফর, প্যারেডে অংশগ্রহণ, ক্যাম্পিং কাজের মূল্যায়ণ ইত্যাদি।
:


