প্রতিষ্ঠাকালঃ ২২ জুলাই, ২০১৫খ্রীঃ
নটর ডেম কলেজ ময়মনসিংহ প্রত্যেক ছাত্রদের হৃদয় ও মনন গঠনে পূর্ণাঙ্গ শিক্ষা দিয়ে থাকে। শিক্ষার্থীদের উচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় পাস করা, খাঁটি মানুষ হতে সাহায্য করা, সৃজনশীল ও দরদী মানুষ হিসেবে গড়ে তোলাই অত্র প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্লাবের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রম কলেজ পরিচালনা করে থাকে।
নটর ডেম মানবিক সংঘ মডারেটর মি. দুলু দালবৎ প্রভাষক, অর্থনীতি বিভাগ এবং কো-মডারেটর মো: মহসীন আলী প্রভাষক, বাংলা বিভাগ।
কলেজে আটটি ক্লাবের মধ্যে ‘নটর ডেম মানবিক সংঘ’ ২২ জুলাই, ২০১৫খ্রীঃ থেকে যাত্রা শুরু করে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই ক্লাবের খুবই আবশ্যিকতা রয়েছে। এখন মানুষের মধ্যে মানবিকতা, সেবা, মানুষকে মূল্যায়ন করা ইত্যাদি দিন দিন হ্রাস পাচ্ছে। তাই ছাত্রদের একাডেমিক শিক্ষার পাশাপাশির নৈতিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, সেবার মনোভাব, সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে তোলাই এই ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১. বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা এবং সমাধানের উপায় বের করা।
২. বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য করা।
৩. ছাত্রদের সুপ্ত প্রতিভাগুলো প্রদর্শন ও চর্চা করা।
৪. ছাত্রদের মধ্যে নেতৃত্বের মনোভাব গড়ে তোলা।
৫. দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা।
৬. দুর্বল ও বিপথগামী ছাত্রদের সাথে আলোচনা করা।
৭. দরিদ্র ছাত্রদের সহায়তার জন্য তহবিল গঠন করা।
ক্লাবের কার্যক্রমসমূহঃ
১. বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা।
২. দরিদ্র মেধাবী ছাত্রদের সাহায্য করার জন্য তহবিল গঠন করা।
৩. ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা।
৪. নটর ডেম মানবিক সংঘের ছাত্রদের নিয়ে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা।
৫. বস্তি বা যে কোন এলাকায় দরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা।
৬. মাদকের কুফল সম্পর্কে সেমিনারের আয়োজন করা।
৭. দেয়ালিকা প্রকাশ করা।
৮. সাপ্তাহিক ক্লাবের কার্যক্রমে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা।