প্রতিষ্ঠাকাল: ১০ এপ্রিল ২০১৭ খ্রি:
মডারেটর : মহসীন আলী মডারেটর : মো: গোলাম সারোয়ার
(প্রভাষক, বাংলা বিভাগ) (প্রভাষক, ইংরেজি বিভাগ)
“বিভেদ ভ্রান্তি আর মাদকের নেশা ভুলে
এসো নবীন, এসো, প্রকৃতির কোলে….”
বর্তমান যুদ্ধবাজ ও কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ পৃথিবীতে মৃয়মাণ, ভালোবাসা ও মানবিকতা । প্রকৃত হৃদয় থেকে অবিরত রক্তক্ষরণ আমাদের কোনঠাসা করে ফেলছে । ‘মানবিক বাগান/কমলবন হচ্ছে তছনছ’!প্রয়োজন সমব্যথী আত্মা ও সুষম দৃষ্টিভঙ্গির । মুমূর্ষুর পাশে দাঁড়ানোর, আর্তের সেবা করার এবং মানবতার জয়ধ্বনিতে বিশ্বকে বদলে দেওয়ার জন্য হৃদয় তৈরি হওয়া আশু প্রয়োজন । প্রকৃতিই আমাদের জননী আশীর্বাদ প্রদানকারী মমতাময়ী মা । নিসর্গ আমাদের শিক্ষক। সাহিত্যের প্রধানতম উপাদান নিসর্গ ।নিসর্গ ও সাহিত্যের সর্ম্পকও বেশ নিবিড়। নব পৃথিবীর নব সন্তানদের নিসর্গ ও সাহিত্যের সুশীতল ছায়াতলে এনে মানবিক বিশ্ব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।
লক্ষ্য ও উদ্দেশ্য :
১. শিক্ষার্থীদেরকে কুসংস্কারাচ্ছন্নতা থেকে উদার পৃথিবীর স্বপ্নদুয়ারে প্রবেশ করানো। ফলে তারা অযথা ধর্মান্ধতার বশীভূত না হয়ে মানবিক বোধে জাগরিত হবে।
২. যুব সমাজের অবক্ষয় আমাদেরকে বিচলিত রাখে বেশিরভাগ সময়। নানা রকম মাদকের ছোবলে শিক্ষার্থীরা বিপদগ্রস্থ। মাদকের নেশা থেকে সুপথে নিয়ে এসে নিসর্গের রূপ-রস-গন্ধ উপভোগ করবে শিক্ষার্থীরা । শরীর-মন ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে।
৩. সাহিত্যানুরাগী শিক্ষার্থীরা সুযোগ পাবে অনেক কিছু জানবার, বলবার ও দেখবার । ফলে তাদের মেধা বিকশিত হবে বলে আশা করা যায়।
৪. বর্তমান বিশ্বে হাতে-কলমে শেখার প্রতি অতীব গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাতে সক্ষম হবে।
৫. নিসর্গের নিকট শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বাস্তব জীবনেও সে শিক্ষার নির্যাসটুকু প্রয়োগ করতে সমর্থ হবে।ফলে অযথা সময়ক্ষেপণ না করে জীবনের নতুন অর্থ খুঁজে পাবে ।
৬. পাঠ্যসংশ্লিষ্ট বহু বিষয় শিক্ষার্থীরা বিভিন্ন লেখক/কবি/সাহিত্যিকগণের রচনা থেকে আয়ত্ত করতে সমর্থ হবে।
৭. শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিগত সুন্দর পরিবর্তন আসবে এবং জ্ঞান ও মেধা বিকাশের একটি নতুন ক্ষেত্র খুঁজে পাবে ।
ভর্তির নিয়মাবলি ও প্রয়োজনীয় কার্যক্রম :
১। কলেজ কাউন্টার থেকে ফরম গ্রহণ ।
২। ২০০/= টাকাসহ ফরম জমা করতে হবে কলেজ কাউন্টারে ।
৩। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ফরমের সাথে জমা দিতে হবে ।
উপর্যুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য সম্মুখে রেখেই আমাদের ‘নিসর্গ ও সাহিত্য বিষয়ক ক্লাব’ শুভযাত্রা শুরু করে । শিক্ষার্থীদের সাড়া জাগানো অংশগ্রহণ আমাদের আপ্লুত করেছে। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, অন্যান্য ফাদারগণ, প্রশাসনিক সেক্রেটারি মহোদয়, শিক্ষকগণ ও কলেজের স্টাফ সকলের ঐকান্তিক সমর্থনে আমরা আনন্দিত এবং আশাবাদী। উত্তোরোত্তর আমাদের ক্লাবটি নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর অগ্রগতির সাপেক্ষে সকল কার্যক্রমের সঙ্গে একাত্মতা বজায় রাখবে বলে অঙ্গীকারাবদ্ধ।