Latest News

সেনাকল্যাণ থেকে শিক্ষাবৃত্তির জন্য যারা আবেদন করেছিল, তাদেরকে ০৪-১১-২০১৮ খ্রিস্টাব্দ থেকে ২৫-১১-২০১৮ খ্রিস্টাব্দের মধ্যে বৃত্তির টাকা কলেজ কাউন্টার থেকে উত্তোলন করার জন্য বলা হচ্ছে। বৃত্তির টাকা উত্তোলনের সময় অবশ্যই কলেজ আই.ডি. কার্ড সাথে নিয়ে আসতে হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর নামের তালিকা ওয়েবসা্ইট নোটিস ও কলেজ নোটিস বোর্ডে দেওয়া আছে।     অনিবার্য কারণবশত আজ ২৯-১০-২০১৮ খ্রি: অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকল বাতিলকৃত পরীক্ষা আগামী ০৮ এবং ১৭ নভেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে।পরীক্ষার সময়সূচী কলেজ নোটিস বোর্ডে দেওয়া আছে।     অনিবার্য কারণবশত আজ ২৮-১০-২০১৮ খ্রি: অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।     ২০১৯ সালে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী মানোন্নয়ন ও অকৃতকার্য পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৪-২৯ নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ পর্য ন্ত, সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত কম্পিউটার ল্যাবে আই.সি.টি. ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যবহারিক খাতায় ১৬টি পরীক্ষণ লিখে আনতে হবে। উক্ত সময় ব্যতীত আই.সি.টি. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।     এইচ.এস.সি. ২০১৮-এর অকৃতকার্য পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার আসন বিন্যাস তালিকা নোটিস বোর্ডে দেওয়া হয়েছে। সকলকে উক্ত তালিকা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে। একই সাথে জানানো যাচ্ছে যে, যে সকল পরীক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছ, তাদেরকে আগামী ১৪-১০-২০১৮ খ্রি: মধ্যে (শুক্রবার ব্যতীত), সকাল ০৯:০০ - বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের সাথে সাক্ষৎ করতে বলা হচ্ছে।     ২০১৮ সালে এইচ.এস.সি. পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের অবশ্যই নির্বাচনী পরীক্ষা-২০১৮ এবং নির্ধাারিত ফি প্রদানপূর্বক এইচ.এস.সি. বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসে অংশগ্রহণ করতে বলা হচ্ছে।     আগামীকাল ২৩-০৯-২০১৮ ১ম বর্ষের শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশনের তথ্যাদি সংশোধন করার জন্য সকলকে ক্লাসে উপস্থিত থাকতে বলা হচ্ছে। আগামী ০৭-১০-২০১৮ খ্রি: হতে পুনরায় ল্যাব ক্লাস শুরু হবে। নতুন ল্যাব রুটিনের সময়সূচী জানতে নোটিস বোর্ডে লক্ষ রাখতে বলা হচ্ছে। রাখতে বলা হচ্ছে     ২০১৯ সালের এইচ.এস.সি. মানোন্নয়ন পরীক্ষার পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কলেজে এসে ফরম পূরণ করতে হবে। একইসাথে জানানো যাচ্ছে, এইচ.এস.সি. পরীক্ষার বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসের ব্যবস্থা রয়েছে। যারা যারা আগ্রহী তারা নির্ধারিত ফি প্রদান করে বিশেষ ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবে।     ২০১৮ সালের এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র বিতরণ আগামী ০৯ ও ১০ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে। মূল একাডেমিক ট্্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র সংগ্রহের জন্য কলেজ আই.ডি. কার্ড অথবা, এইচ.এস.সি. পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।     ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৭-০৮-২০১৮ খ্রিস্টাবব্দ হতে নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাস অনুষ্ঠিত হবে। ০৭-০৮-২০১৮ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য ১ম বর্ষের কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে না। উক্ত কুইজের সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।     শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে নিয়মিতভাবে সকল থিওরি ক্লাস, ল্যাব ক্লাস ও কুইজ পরীক্ষা যথারীতি চলবে। সকল শিক্ষার্থীদেরকে কলেজে নিয়মিত যোগদান করার জন্য বলা হচ্ছে।।     সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি প্রাপ্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র অত্র কলেজে জমা দিয়েছে, তাদেরকে আগামী ১১ জুলাই ২০১৮ খ্রি:, থেকে মেধাবৃত্তির অর্থ কলেজ কাউন্টার থেকে উত্তোলন করতে পারবে।     ২০১৮ সালে এইচ.এস.সি. পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যবহারিক পরীক্ষার অনুশীলন ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ০৯ মে হতে ১৪ মে পর্যন্ত। ব্যবহারিক ক্লাসের রুটিন কলেজ নোটিশ বোর্ডে দেওয়া আছে।     ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র কলেজের অফিস থেকে সংগ্রহ করার জন্য বলা হচ্ছে।     সকল এইচ.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ মার্চ, ২০১৮ খ্রি: নিজ নিজ শ্রেণিকক্ষে এইচ.এস.সি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে।     ১ম বর্ষের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ হতে নিয়মিত কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে।     ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০৮/২০১৭ তারিখ হতে এইচএসসি মূল একাডেমিক ট্রানস্ক্রিপ্ট ও প্রশংসাপত্র কলেজ অফিস থেকে গ্রহণ করতে পারবে।    

All Menber

SL Photo Name Post Year Mobile
1 Marufhasan Director 2017-2017 01735189237
2 COLONEL KAZI ANIRUDDHA, BGBM সভাপতি 2017-2019 01769603300
3 BULBUL AHMED সদস্য সচিব 2018-2019 01718190891
4 MD. Rafiqul Islam শিক্ষক প্রতিনিধি 2015-2017 01913903529
5 Moksed Ali Akanda অভিভাবক সদস্য 2015-2017 01730606775
6 Sufia Khatun অভিভাবক সদস্য 2015-2017 01911154718
7 Lieutenant Colonel MD. Hafizul Islam Khan অভিভাবক সদস্য 2015-2017 01769603310
8 Sydul Islam শিক্ষক প্রতিনিধি 2016-2016 01719442688

Notice

Visitors

  • Total Visitors : 12338
  • Todays Visitors : 23
  • Now Online : 1